E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ১৫ ১৬:৪৬:৪৭
কিশোরগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জজশীপের অধীন আইনজীবী ও বিচারকদের সমন্বয়ে বিচার বিভাগীয় সম্মেলন জেলা জজ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ.ম. মোঃ সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাদিক গোলাম সারওয়ার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সারোয়ার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজ আহম্মদ ভূঞা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আল মামুন, যুগ্ম জেলা জজ জাকির হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সহিদুল আলম শহীদ, জিপি বিজয় শংকর রায়, পিপি দুদক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শহীদুলাহ, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ বিচার বিভাগীয় জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০১১ সন থেকে ২০১৪ সনের জুন পর্যন্ত ৭০ হাজার ৯০৩টি মামলা নিষ্পত্তি হয়। যার মধ্যে ১৯ হাজার ৯৮৯টি দেওয়ানী ও ৫০ হাজার ৯১৪টি ফৌজদারী মামলা রয়েছে। ফৌজদারী মামলায় ৪৭টি স্পর্শকাতর হত্যা মামলার মধ্যে ৪টিতে মৃত্যুদন্ড ও অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও ৩০-৪০ বছরের পুরোনো দেওয়ানী মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

(পিকেএস/পি/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test