E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বর্তমানে আওয়ামীলীগের দৃশ্যমান কোন প্রতিপক্ষ নেই : ওবায়দুল কাদের

২০১৪ নভেম্বর ১৫ ১৬:৫৮:১৯
বর্তমানে আওয়ামীলীগের দৃশ্যমান কোন প্রতিপক্ষ নেই : ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের দৃশ্যমান কোন প্রতিপক্ষ নেই। ভুলের মাশুল দিতে দিতে বিএনপি আজ দিশেহারা, পথহারা পথিকের মত অবস্থায় আছে। বর্তমান বিএনপির রাজনীতি হচ্ছে নালিশ ও অভিযোগ নির্ভর। তিনি বলেন, ৫ জানুয়ারীর নির্বাচন ও পরবর্তী রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্ট্যাট ডিপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত কোন বির্তক হয়নি। বিএনপি বিদেশীদের কাছে নালিশ করে ব্যর্থ হয়েছে এবং অভিযোগ করে দেশের রাজনীতিতে কোন সমর্থন পায়নি। বিএনপির রাজনীতি আওয়ামীলীগের কাছে শিশু ছাড়া আর কিছু নয়।

মন্ত্রী আজ নোয়াখালী জিলা স্কুল মাঠে ১০ বছর পর অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম অধিবেশনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, মোরশেদ আলম, নিজাম হাজারী, নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।

এ দিকে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ তাঁর বক্তব্যে আজকের এই কাউন্সিলকে প্রহসনের কাউন্সিল উল্লেখ করে কাউন্সিল প্রত্যাখান করার পর পরই তাঁর সমর্থকরা বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় অবস্থান করে ১ ঘন্টা অবরোধ করে রাখে।

(জেএইচবি/পি/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test