E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ’

২০২৪ মার্চ ১৭ ১৬:৩৪:২২
‘বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ’

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ হতোনা। স্বাধীনতা পেত না। বঙ্গবন্ধুর জন্মই ছিল শোষিত, নির্যাতিত, নিপিড়িত মানুষের জন্য। আজ আমরা স্বাধীন ও স্বার্বভৌমত্ত দেশে বাস করছি।’

রবিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি একথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বঙ্গবন্ধু ১৪ বছর জেলে ছিলেন, ২ বার ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। কিন্তু পাকিস্তানি শোষনের বিরুদ্ধে আপোষ করেননি। বঙ্গবন্ধুর স্বপ্ন, দর্শন, কর্মকান্ড ছিল অন্যায়ের বিরুদ্ধে এদেশের শোষিত মানুষের পক্ষে। তাই আজকে ১০৪ বছর পরেও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। শত শত বছর বেচে থাকবেন। বঙ্গবন্ধু শুধু এদেশের নয়, সারা বিশ্বের শোষিত নির্যাতিত মানুষের নেতা ছিলেন বলেই অবিসংবাদিত নেতা হয়েছিলেন। আজকের এ দিনে বাঙ্গালিরা যেখানেই আছেন সেখানে এই দিনটি পালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সুখী সম্মৃদ্ধ আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা। কিন্তু স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর স্বপ্নকে ভুলুন্ঠিত করতেই কতিপয় বিপদগামী সৈনিককে দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যা করে। হত্যা করেও তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে দেশের এ প্রান্ত থেকে অপর প্রান্তছুটে বেড়াচ্ছেন বলে আজ দেশের মানুষ সুখ ও শান্তির মধ্যে বসবাস করছেন। সমৃদ্ধ ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।'

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিনুল করিম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর সিভিল সার্জ ডাঃ বোরহান উল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা অন্যান্যরা বক্তব্য রাখেন।

এর আগে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

পরে জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদ ও প্রশাসন, জেলা কারাগার, সিআইডি, দিনাজপুর জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর, মহিলা বিষয়ক, অধিদপ্তরসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

(এসএস/এসপি/মার্চ ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test