E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে শিবিরের মিছিলে পুলিশের গুলি, গুলিবিদ্ধ ১

২০১৪ নভেম্বর ১৫ ১৭:২২:০৪
সিলেটে শিবিরের মিছিলে পুলিশের গুলি, গুলিবিদ্ধ ১

সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রশিবিরের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় রুবেল (২০) নামে এক লেগুনাচালক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ লেগুনা চালক রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দরগা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী জামায়াত নেতাদের মুক্তির দাবিতে নগরীর দরগা গেট এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ও রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় এক শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর চন্দনতুলা গলির মোড়ে অবস্থান নেয় পুলিশ। তখন ঘটনাস্থলে ভীড় জমায় উৎসুক জনতা। এসময় পুলিশের শটগান থেকে বেরিয়ে আসা একটি গুলি জনতার ভীড়ে দাঁড়ানো রুবেলের পিঠে বিদ্ধ হয়ে বুক ফুঁড়ে বেরিয়ে যায়। রুবেল পুলিশের রিকুজিশন নেয়া একটি লেগুনার চালক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। পালিয়ে যাওয়া শিবিরের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশের গুলিতে আহত হয়েছে।'

এদিকে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলির শব্দে দরগা গেট এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test