E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে কাউন্সিলরের ওপর দুর্বৃত্তদের হামলা, গণধোলাইয়ের শিকার এক হামলাকারী

২০২৪ মার্চ ২০ ১৬:৪৮:০৫
নড়াইলে কাউন্সিলরের ওপর দুর্বৃত্তদের হামলা, গণধোলাইয়ের শিকার এক হামলাকারী

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মো ফারুক হোসেনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। হামলার সময় কাউন্সিলরের সহধর্মিণী সাবিনা ইয়াসমিনও আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্হানীয় জনতা হাতেনাতে রুবেল শেখ নামে একজন দুর্বৃত্তকে ধরে গণধোলাই শেষে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।

আহত ফারুক হোসেন পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত ইশারত শেখের ছেলে ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জনতার হাতে আটক রুবেল হাওলাদার পার্শ্ববর্তী রামপুর গ্রামের সোবহান হাওলাদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মো: ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ফারুক ও তার স্ত্রী বাড়ির প্রবেশ পথের গেট খুলে তাদের উঠানে থাকা কলাই (ডাল) পলিথিন দিয়ে ঢেকে রাখছিল। এ সময় দুর্বৃত্ত রুবেল শেখ ফারুকের বাড়িতে প্রবেশ করেই অতর্কিত ভাবে ফারুককে (৪৫) রেঞ্জ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ফারুকের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন। হামলার সময় স্বামী এবং স্ত্রী দুজনে মিলে দূর্বৃত্ত রুবেল শেখকে (২৪) জাপটে ধরে ফেলে।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে এবং দূর্বৃত্ত রুবেলকে গণধোলাই দিয়ে রাতেই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফারুক শেখ বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের বলেন, 'হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালিয়েছে। আমি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি'।

এ দিকে বুধবার সকালে আহত কাউন্সিলর ফারুক হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম এ হান্নান রুনু, মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক মেয়র আশরাফুল আলমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নেতৃবৃন্দ কাউন্সিলর ফারুকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুলাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের বলেন, এ ঘটনায় রুবেল শেখ নামে একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test