E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যানজট নিরসনে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের নানা পদক্ষেপ

২০২৪ মার্চ ২১ ১৬:৫১:৪৪
যানজট নিরসনে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের নানা পদক্ষেপ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ময়মনসিংহের বিপণীবিতান ও মার্কেটগুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জনসাধারণের নির্নিঘ্নে কেনাকটা করার জন্য ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার নির্দেশে শহরের বিভিন্ন বিপণীবিতান ও মার্কেটগুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।

ময়মনসিংহ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান তার ফোর্সদের সাথে নিয়ে ময়মনসিংহ শহরের বিভিন্ন বিপণী বিতান দোকানপাট ও মার্কেট গুলোতে তদারকি জোরদার করেছেন, সেইসাথে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে দেখা গেছে মোতায়েনরত পুলিশ সদস্যরা জনগণের চলাচলরত পথকে সুগম করে দিচ্ছেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ জনগন যেনো নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে স্বস্তির সাথে তাদের গন্তব্য স্হানে যেতে পারেন।

জানা গেছে, ইতোমধ্যেই ডিআইজি ময়মনসিংহ রেন্জ শাহ আবিদ হাসান বিপিএম (বার) এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া (পিপিএম) দিক নির্দেশনা দিয়েছেন সেই সাথে সঠিক এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক ইন্সপেক্টর ( প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানকে ব্যবস্হা নিতে নির্দেশ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এই প্রতিবেদককে জানান।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ ট্রাফিক ব্যবস্হার সামগ্রীক উন্ময়ন কল্পে ময়মনসিংহ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজের সাথে কথা বলেন। তিনি জানান, ময়মনসিংহের বিপণী বিতান গুলোর উপর নজরদারি এবং ধারাবাহিক ডিউটি ছাড়াও ঈদে জনসাধারণ যেনো নির্বিঘ্নে গন্তব্যে পৌছতে পারেন সেজন্যে আগামী ৬ এপ্রিল থেকে তিনি নিজে এবং তার সকল অফিসার এবং ফোর্সরা কঠোর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

জানা গেছে, ৫ কিংবা ৬ এপ্রিল থেকে ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া ময়মনসিংহ জেলা ট্রাফিককে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়ার জন্য জেলা ট্রাফিক পুলিশকে নিশ্চয়তা প্রদান করেছেন।

এছাড়া সামনের সপ্তাহের কোন এক সময় ময়মনসিংহ জেলা পরিবহন মালিক/ শ্রমিকদের সাথে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে একটি মতবিনিময় সভার ব্যবস্থা করা হয়েছে বলে জানাগেছে।

উল্লেখ্য, ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান একজন পরিশ্রমী অভিজ্ঞ এবং বিচক্ষন ট্রাফিক পুলিশ ব্যক্তিত্ব। একই সাথে ময়মনসিংহ শহরের যানজট নিরসনে সৈয়দ মাহবুবুর রহমান ময়মনসিংহ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) একজন যানজট বিশেষজ্ঞ ব্যক্তি হিসেবে সুনামের অধিকারী। তিনি যানজটের শহর খ্যাত ময়মনসিংহ নগরীর ট্রাফিক ব্যাবস্থা ঢেলে সাজানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, আগামীতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা মোতাবেক ট্রাফিক ব্যাবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

(এনআরকে/এসপি/মার্চ ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test