E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার 

২০২৪ মার্চ ২১ ১৮:৩৭:১৭
ফরিদপুরে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার 

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ও ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে ‌সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের সহকারি পরিচালক মো. সুজন আলী, ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব মাওলানা তবিবুর রহমান'সহ জেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দসহ আরও অনেকে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন হাদিসের আলোকে বক্তারা যাকাতের বিধি বিধান মেনে গরিব, অসহায় ও দারিদ্র মানুষদেরকে যাকাত দেওয়ার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়। তাছাড়া সেমিনারে ইসলামে যাকাতের তাৎপর্য, যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং দারিদ্র বিমোচনে এর ভুমিকার বিশ্লেষণ করে আলোচনা করা হয়।

(আরআর/এসপি/মার্চ ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test