E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে সীমানা পিলার সাদৃশ্য ধাতব বস্তু ও ৩ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার ৫

২০২৪ মার্চ ২২ ১৬:২৯:৩৮
শ্যামনগরে সীমানা পিলার সাদৃশ্য ধাতব বস্তু ও ৩ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার ৫

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সীমানা পিলার সাদৃশ্য ৬ ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ফুট মোটা একটি ধাতব বস্তু, সাড়ে তিন লক্ষাধিক টাকা, একটি হাইয়ার জিপগাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কুলতলী গ্রাম থেকে এ আটকের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানাধীন দেশান্তরকাটি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আল আমিন (২৬), মাদারীপুর জেলা সদরের শ্রীনাথদি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান ওরফে মনির (৪৭), একই জেলার জেলার রাজৈর উপজেলার লালপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর রহমান সরকার (৫০), একই জেলা ও উপজেলার নুন্দি মধ্যপাড়া গ্রামের কাদের মিঞ্রা ওরফে রতন মিঞ্রার ছেলে অহিদুর রহমান খোকন (৪০), একই জেলা ও উপজেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের বেল্লাল মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বর (২৫)।

শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার মন্ডল শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, মাদক বিরোধী অভিযানে থাকাকালিন বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি জানতে পারেন যে, মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর বাড়িতে একটি সীমানা পিলার রাখা আছে। প্রতারণার মাধ্যমে কথিত ওই সীমানা পিলার কেনা-বেচার জন্য কয়েকজন অপেক্ষা করছে। সে অনুযায়ী তার নেতৃত্বে পুলিশ মজিদ গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃত আল আমিনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৬ ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ইঞ্চি মোটা একটি ধাতব পিলার উদ্ধার করা হয়। পিলারের গায়ে লেখা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮। আসামী মনিরুজ্জামানের হাতে থাকা একটি ব্যাগ থেকে তিন লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা ৫টি মোবাইল ও তাদের বহনকাটি একটি হাইয়ার জিপগাড়ি (ঢাকা মেট্রো- ট-১৮-৯১৪৫) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা পালিয়ে যাওয়া আসামী হিসেবে পটুয়াখালি জেলা সদরের আজগার আলীর ছেলে আবু বক্কর (৫০) ও শ্যামনগর উপজেলার কুলতলী গ্রামের, মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর কথা বলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় উপপরিদর্শক অমিত কুমার মন্ডল বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা (২৪ নং) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

(আরকে/এসপি/মার্চ ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test