E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা 

২০২৪ মার্চ ২৩ ১৮:০২:২৮
জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা 

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর ভাবে মাংস সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শনিবার বেলা ১ টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স মিম পোল্ট্রি হাউস নামক মুরগির একটি পাইকারি প্রতিষ্ঠান তদারকিকালে ভাউচার কারসাজি ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা। প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করে বিক্রয় করে আসছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৪৩ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের শেষ পর্বে, জরিমানাকৃত ওই প্রতিষ্ঠানের মাংস ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় ১ মন মুরগির মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়। পরে মাছের আড়ত, খুচরা বাজার ও তরমুজের প্রতিষ্ঠান তদারকি করা হয়। ব্যবসায়ীদের পুরাতন দাড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। অভিযানে পোল্ট্রি আড়ত, মাছ মাংস, তরমুজ, মুরগি, ডিম ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

(এসএল/এসপি/মার্চ ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test