E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হযরত খানজাহান (রহ.) মাজার শরীফে ৫৫২ বছরের ঐতিহ্যবাহী মেলা শুরু

২০২৪ মার্চ ২৪ ২০:০৪:৩৩
হযরত খানজাহান (রহ.) মাজার শরীফে ৫৫২ বছরের ঐতিহ্যবাহী মেলা শুরু

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট শহরতলীতে হজরত খানজাহান (রহ.) মাজার শরীফে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৫৫২ বছরের ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হজরত খানজাহান (রহ.) মাজার শরীফ এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রবিবার (২৪ মার্চ) ভোরে ফজরের নামাজের পর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে হযরত খানজাহানের মেলা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী এ মেলা।

এ বছর ঐতিহ্যবাহী এ মেলা উপলক্ষে দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে হজরত খানজাহান (রহ.) মাজার শরীফে। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের স্টল বসিয়েছেন দোকানিরা। হজরত খানজাহানের (রহ.) মেলায় দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাবের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। জেলা প্রশাসন বলছে মেলায় উপলক্ষে মাজার শরীফ এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।

হজরত খানজাহান (রহ.) মাজার শরীফে প্রধান খাদেম ফকির শের আলী জানান, হজরত খানজাহান (রহ.) মাজার শরীফে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তিন দিনব্যাপী হযরত খানজাহানের (রহ.) মেলা রবিবার ভোরে ফজরের নামাজের পর শুরু হয়েছে। এবছর ৫৫২তম ঐতিহ্যবাহী মেলা হচ্ছে। তবে, মেলাটি হযরত খানজাহানের (রহ.) মৃত্যু বা জন্মদিনে উপলক্ষে এই মেলা হয় না। অতীতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এখানে ভক্তদের সমাগম বেশী হবার কারনেই দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থী প্রতিবছর রোগ ও বিপদ থেকে মুক্তির আসায় খানজাহান (রহ.) মাজার শরীফে জড়ো হয়ে থাকে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের অনুসারীরা ভক্ত ও আশেকানদের আগমন থেকেই ঐতিহ্যবাহী এ মেলার শুরু। এবছর ঐতিহ্যবাহী মেলার প্রথম দিনেই মাজার শরীফে দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের স্টল বসিয়েছেন দোকানিরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী এ মেলা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালদ হোসেন জানান, হজরত খানজাহানের (রহ.) মেলায় দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাবের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। মেলায় উপলক্ষে মাজার শরীফ এলাকায় নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

(এসএসএ/এএস/মার্চ ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test