E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনা সেনানিবাসে চলছে সমরাস্ত্র প্রদর্শনী 

২০২৪ মার্চ ২৫ ১৮:১৭:১১
শেখ হাসিনা সেনানিবাসে চলছে সমরাস্ত্র প্রদর্শনী 

ফয়জুল মুনির, পটুয়াখালী : গত রবিবার পটুয়াখালীর লেবুখালী‌তে শেখ হাসিনা সেনানিবাসে প্রথম বারের মত সমরাস্ত্র প্রদর্শনী এর উদ্বোধন করা হ‌য়ে‌ছে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমা‌ন্ডিং ও এ‌রিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমরাস্ত্র প্রদর্শণী উ‌দ্বোধন ক‌রেন। ৬‌ দিন ব‌্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী আগামী ৩০ মার্চ পর্যন্ত চল‌বে। এ সময় প্রতি‌দিন বেলা ১১টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রদর্শনীর স্টলসমূহ পরিদর্শন করেন। এসময় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক এম‌পি, ব‌রিশাল সি‌টি মেয়র আবুল খা‌য়ের আবদুল্লাহ খোকন সের‌নিয়াবাত।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রথম বারের মতো বরিশাল এরিয়ায় এই প্রদর্শনীর আয়োজন করেছে। শেখ হাসিনা সেনানিবাসে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিসেস এর কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস/সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণের পাশাপাশি অসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এফএম/এসপি/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test