E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

২০২৪ মার্চ ২৫ ১৮:৪২:০১
নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) কর্তৃক উদ্ধার কার্যক্রমের আওতায় চলতি মার্চ মাসে জেলার ৪টি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হয়। এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, সিসিআইসি সেলের এসআই আলী হোসেন ও এসআই মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।

(আরেএম/এসপি/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test