E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত

২০২৪ মার্চ ২৫ ২০:৩৯:১৩
আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘৭১এর ২৫ মার্চ ভয়াল রাতে নিরীহ বাঙালীর উপর নির্বিচারে চালানো গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা, প্রামান্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ। পরে গণহত্যার প্রামান চিত্র প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে একই দিন গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মরার ভিটায় পাক সেনাদের গুলিতে ১৩৫ শহীদের বদ্ধভূমিতে সোমবার (২৫ মার্চ) গনহত্যা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা।

দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

(টিবি/এএস/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test