E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্বাধীনতাকে পাকিস্তানের কাছে বিক্রির ষড়যন্ত্র করা হয়েছিল’

২০২৪ মার্চ ২৬ ১৪:৩৮:১৬
‘স্বাধীনতাকে পাকিস্তানের কাছে বিক্রির ষড়যন্ত্র করা হয়েছিল’

একে আজাদ, রাজবাড়ী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের  মাননীয়  মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, সেই সময়ে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের করণে তাঁকে হত্যা করা হয়। চেষ্টা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য। স্বাধীনতাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। তাদের সেই চেষ্টা সফল হয়নি। আজকে বঙ্গবন্ধুকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ২৬ মার্চ সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের দামাল ছেলেরা, ছাত্র-ছাত্রীরা, বিশেষ করে নতুন প্রজন্ম স্বাধীনতার প্রতি যেভাবে উদ্বুদ্ধ, দেশের অগ্রগতি থামিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাবে। দেশ ইনশাআল্লাহ স্মার্ট দেশে পরিণত হবে। পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস এর সঞ্চালোনায় মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান (ওদুদ), রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারি কমিশনার মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল(ভূমি) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মুজমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান সহ সকল মুক্তিযোদ্ধাগন এবং পাংশা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ।
(একে/এএস/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test