E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি পাংশা মডেল থানার স্বপন কুমার মজুমদার

২০২৪ মার্চ ২৬ ১৪:৪১:০০
রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি পাংশা মডেল থানার স্বপন কুমার মজুমদার

একে আজাদ, রাজবাড়ী : চলতি মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিবেচনায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ২৫শে মার্চ মাসিক জানুয়ারী-ফেব্রুয়ারী/২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত করে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জনাব জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় জানুয়ারী-ফেব্রুয়ারী/২০২৪ খ্রিঃ মাসের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বপন কুমার মজুমদার, অফিসার ইনচার্জ, পাংশা মডেল থানা নির্বাচিত হওয়ায় তাহাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

জানুয়ারি-ফেব্রুয়ারী/২৪ মাসে এসআই (নিরস্ত্র)/ তারিকুল ইসলাম পাংশা মডেল থানা রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার বিবেচিত হওয়ায় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় তাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

পাংশা থানার ০২ টি চাঞ্চল্যকর খুন মামলার রহস্য উদঘাটন করায় এসআই (নিরস্ত্র)/ দিপঙ্কর কুন্ডু, পাংশা মডেল থানা, রাজবাড়ীকে পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

জানুয়ারি-ফেব্রুয়ারি/২৪ মাসে রাজবাড়ী জেলার মধ্যে এসআই ( নিরস্ত্র) মোজাম্মেল হক-২ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার বিবেচিত হওয়ায় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় তাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রাজবাড়ী, জনাব ইফতেখারুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ী, জনাব সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), রাজবাড়ী, ডিআইও-১, ডিএসবি, রাজবাড়ী, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও রাজবাড়ী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

(একে/এএস/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test