E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত

২০২৪ মার্চ ২৬ ১৬:৪৩:১৬
নগরকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল প্রথম দিনে শহীদদের স্মরণে গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ,২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত প্রার্থনা, গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন।

২৬ শে মার্চ প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শহীদ মিনারে শ্রদাঞ্জলী জ্ঞাপনে উপজেলা প্রশাসন, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা পৌরসভা, নগরকান্দা অফিসার্স ক্লাব, নগরকান্দা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা শাখা, সরকারি নগরকান্দা কলেজ, সরকারি এম এন একাডেমী, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নগরকান্দা আইডিয়াল স্কুল. ইসলামি আদর্শ শিশু শিক্ষালয়, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লিবিদুৎ নগরকান্দা জোনাল অফিস সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।

এ সময় সরকারি বেসরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উৎতোলন, মার্চ পাষ্ট, কুচকাওয়াজ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ইত্যাদি।

মঙ্গলবার সকাল ৯ টায় সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাফী বিন কবির উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, মোঃ হাফিজুর রহমান শরীফ, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, পুরাপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা ফিরোজ আলম জুয়েল ও আক্কাস মোল্লা সহ অন্যান্য প্রমুখ।

(পিবি/এসপি/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test