E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

২০২৪ মার্চ ২৬ ১৭:০৫:৫০
কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পরে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাষ্কর্যে আলাদাভাবে পুস্পস্তবক অর্পণ ও নানান অনুষ্ঠানমালা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় জিলা স্কুলমাঠে হয় কুচকাওয়াজ ও প্রদর্শনী। এতে পুলিশ, আনছারসহ বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।

(এমজে/এসপি/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test