E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় অবৈধ ভারতীয় চিনি আটক, ব্যবসায়িকে জরিমানা

২০২৪ মার্চ ২৮ ১৪:০৭:০৪
সাতক্ষীরায় অবৈধ ভারতীয় চিনি আটক, ব্যবসায়িকে জরিমানা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বুধবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯৯ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ী হাজরা সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকালে সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী হাজরা সাধুকে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ ভাবে চিনি নিয়ে এসে দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল হাজরা সাধু। এনএসআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়ার নেতৃত্বে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল ইসলাম ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার ওজন নয় হাজার ৯৫০ কেজি, আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৩৩ হাজার ৩শ টাকা। এছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে।

(আরকে/এএস/মার্চ ২৮, ২০২৪)





পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test