E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুমি

২০২৪ মার্চ ২৯ ২০:৩৩:৪১
জামালপুরে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুমি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত মুখ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি এবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

জানা যায়, নির্বাচনে এবার দলীয় প্রতীক থাকবেনা বলেই শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যে যুবমহিলা লীগনেত্রী নাজনীন আক্তার রুমি মাঠপর্যায়ে সমর্থন আদায়, জনসংযোগসহ জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে জোর লবিং করছেন।

আসছে আগামী ৮ মে থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। জামালপুর পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর সদর উপজেলা পরিষদ। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে কুশল ও মতবিনিময় করছেন।

জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অনেকেই ইতিমধ্যে জোর লবিং করছেন। তাদেরই একজন আওয়ামী লীগের রাজনীতিতে সরব ও পরিচিত মুখ জামালপুর জেলা যুবমহিলা লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্তমান জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি। গণমানুষের জন্য সেবার মানসিকতায় একজন নারী রাজনীতিক হিসেবে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড পর্যায়ে মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। জামালপুর জেলা যুবমহিলা লীগের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের আলোকবর্তিকা এই নেত্রীর হাত ধরে যুবমহিলা লীগের সাংগঠনিক সক্রিয় কার্যক্রম ছড়িয়ে পড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে রুমি নিরলসভাবে জনসেবার পাশাপাশি রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

জামালপুর পৌরসভার সিংহজানী রোডে কাচারীপাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। আলহাজ¦ হযরত আলী ও মাতা জাহানারা বেগমে কন্যা যুবমহিলা লীগনেত্রী নাজনীন আক্তার রুমি। পরিবারে বাবা-মা ছাড়াও ৬ ভাই, পাঁচ বোন রয়েছেন।

যুবমহিলা লীগনেত্রী নাজনীন আক্তার রুমি আওয়ামী রাজনীতির সাথে ছোটবেলা থেকেই সম্পৃক্ত। তিনি ২০০২ সালে জেলা যুবমহিলা লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, ২০১৩ সালে পৌর যুবমহিলা লীগের যুগ্মআহবায়ক এবং ২০১৭ সালে জেলা যুবমহিলা লীগের যুগ্মআহবায়ক পদে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালের সম্মেলনের মাধ্যমে জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

যুবমহিলা লীগনেত্রী রুমি সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও তার অবদান রয়েছে। তিনি নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধিতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর ফেলো হিসেবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া অসহায় নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বি করে গড়া তোলার লক্ষে জামালপুর বণলতা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন।

শিক্ষা জীবন : যুবমহিলা লীগনেত্রী রুমি ২০০২ সালে এসএসসি এবং ২০০৬ সালে এইচএসসি পাশ করেন।

জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী নাজনীন আক্তার রুমি জানান, যুবমহিলা লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে আমি জামালপুর জেলায় যুবলীগের রাজনীতিতে নারীদের সম্পৃক্ত করতে শুধু সক্ষমই হইনি নিয়মিত রাজনৈতিক কর্মকাÐে নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। পরবর্তীতে সকলের সমর্থন পেয়ে জামালপুর জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। আমার চেষ্টা থাকবে জামালপুর সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য যেকোনো কর্মকাÐে নিজেকে সম্পৃক্ত রেখে বিশেষ ভ‚মিকা রাখা। আমি আওয়ামী লীগের জন্য নি:স্বার্থভাবে কাজ করি। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটার জনতার দোয়া ও সমর্থন চাই।

(আরআর/এএস/মার্চ ২৯, ২০২৪)

(আরআর/এএস/মার্চ ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test