E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়া মুক্তিযুদ্ধা কমপ্লেক্স উদ্বোধন 

২০২৪ মার্চ ৩০ ১৮:৫৩:২৩
কাপাসিয়া মুক্তিযুদ্ধা কমপ্লেক্স উদ্বোধন 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়। আজ শনিবার দুপুরের এ ভবন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এম পি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, অন্যন্যাদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আলহাজ্ব আমানত হোসেন খান, সাবেক কমান্ডার মো. বজলুর রশিদ মোল্লা, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিএডভোকেট মো. মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলমগীর হোসেন আকন্দ, কাপাসিয়া থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিকী প্রমুখ।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়া হয়েছে। যাদের অবদানে এই দেশ তাদেকে এ সরকার সর্বোচ্চ মর্জাদা দিয়ে ভাতা প্রদান, ঘড় তৈরি, ও মুক্তিযুদ্ধা সন্তানদের চাকরি সহ অনেক সুবিধা দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার থাকায় এ সুযোগ সুবিধা মুক্তিযুদ্ধারা পেয়েছেন।

রিমি বলেন, এ সরকার জনবান্দব সরকার, জনগনের রায় নিয়েবর্তমান সরকার উন্নয়নের রোড ম্যাপ তৈরি করে আগামীতে স্মাট বাংলাদেশ গড়ে তোলা প্রত্যায় ব্যক্ত করেন।

এছাড়া মন্ত্রী মহোদয় কাপাসিয়া উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় আয়োজিত ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা ও ৬টি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৮ লাখ ৬৪ হাজার টাকা চেক বিতরন করেন।

এর আগে তিনি পাচুয়া বিডি আর মোরে রাস্তা ও পাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভির্ত্তি প্রস্তর স্থাপন করেন।

(এসকেডি/এসপি/মার্চ ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test