E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক’র সফলতার ১ বছর

২০২৪ এপ্রিল ০১ ১৬:৫২:০২
উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক’র সফলতার ১ বছর

একে আজাদ, রাজবাড়ী : জনবান্ধব ও অসাধারণ বুদ্ধিদীপ্ত পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ০৫ মার্চ ২০২৩ ইং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাংশায় যোগদানের বছর পূর্তি হয়েছে। বিগত ১ বছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গৃহীত কিছু পদক্ষেপ, উদ্যোগ ও কর্মকান্ডের সংক্ষিপ্ত সুচিন্তিত পরিকল্পনায় সাধারণ মানুষ উপকৃত হয়। সৎ, সাহসী কর্মঠ, মানবিক অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। তিনি পাংশা উপজেলা নির্বাহী অফিসার। 

পাংশা উপজেলাবাসীর জন্য আশির্বাদ হয়ে এসেছেন একটি স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তারই সুফল ভোগ করছে পাংশা উপজেলার সাধারণ মানুষ। তার অগ্রণী ভুমিকা সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন উপজেলার জনসাধারণ। তার নিরালস প্রচেষ্টায় শত ভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মোবাইল কোর্ট এবং জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা সহ উপজেলা প্রশাসন, পাংশা'র আয়োজনে, বিভিন্ন সংস্থার অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা, পাংশাকে সন্ত্রাস মুক্ত পাংশা উপজেলা, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিরোধী পুলিশি অভিযান, মাদকের ভয়াল থাবা থেকে পাংশা উপজেলাবাসিকে মুক্ত করার জন্য তিনি মাদক মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে কাজ করেন।

অবৈধ দখলদারদের উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার নিশ্চিত, সকল ভোক্তা সাধারণকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান, স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে কাজ করাসহ নানাবিধ কাজের তিনি পাংশাবাসির প্রশংসায় ভাসছেন।এরকম কিছু স্বপ্নবাজ মানুষ দরকার এই পাংশা উপজেলাকে আরও সমৃদ্ধ, সুন্দর ও উন্নত করার জন্য পাংশাবাসির এটাই চাওয়া।

জনবান্ধন কাজের জন্য পাংশাবাসি আপনাকে সব সময় মনে রাখবে। সফলতার সাথে দায়িত্ব পালনে তিনি পবিত্র রমযান মাসে ভোক্তার অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণে ও তাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা আয়োজন করে। আলোচনায় সরকারের আইন মেনে ও ভোক্তার অধিকার মাথায় রেখে সৎ ব্যবসা করার জন্য সকল ব্যবসায়ীকে আহবান জানানো হয়।

সরকারের ভাতাভোগী সিনিয়র সিটিজেন বলেন, এই স্যার আসার পর থেকে আমাদের টাকা পাওয়ায় আর কোন ঝামেলা নাই আমরা সময় মত টাকা পাচ্ছি স্যারের জন্য আমরা সবসময় দোয়া করি আমরা একজন ভালো স্যার পাইছি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, আমি চেষ্টা করেছি কিভাবে সাধারণ মানুষকে ভালো রাখা যায়। তিনি আরো বলেন, আমি যতদিন আছি কাউকে আমি দুর্নীতি করতে দেব না মানুষের ভোগান্তি হয় এমন কোন কিছু করতে দেওয়া হবে না আমি দুর্নীতিমুক্ত পাংশা উপজেলা গড়ে তুলবো ইনশাল্লাহ।

(একে/এসপি/এপ্রিল ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test