E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় একযোগে ২৪ শিকারীর আত্মসমর্পণ 

২০২৪ এপ্রিল ০১ ১৭:১১:৪৭
সাতক্ষীরায় একযোগে ২৪ শিকারীর আত্মসমর্পণ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ২৪ জন হরিণ ও বিষ দিয়ে মাছ শিকারী একযোগে বনবিভাগের কাছে আত্মসমর্পণ করেছে। আজ সোমবার দুপুর ১২ টায় মধু আহরণ অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন। 

এসময় তাদেরকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় এমপি আতাউল হক দোলন। তাদের বাড়ি সুন্দরবন উপকূলবর্তী হরিনগর, মুন্সিগঞ্জ, কালিনগর, বুড়িগোয়ালিনি ও গাবরা এলাকায়। তারা সুন্দরবনের অপরাধজগৎ থেকে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে জীবনযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বনসংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী, খুলনা বিভাগীয় বনসংরক্ষক ড. আবু নাসের মোহসিন হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ প্রমুখ।

(আরকে/এসপি/এপ্রিল ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test