E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে ৭ হাজার দরিদ্র মানুষকে ঈদ উপহার দিলেন এমপি শেখ তন্ময়

২০২৪ এপ্রিল ০২ ১৮:১৯:৫১
বাগেরহাটে ৭ হাজার দরিদ্র মানুষকে ঈদ উপহার দিলেন এমপি শেখ তন্ময়

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট- ২ সদর আসনের এমপি শেখ তন্ময় বলেছেন, আওয়ামী লীগ দলীয় ভাবে ইফতার পার্টি না করে প্রধানমন্ত্রীর নিদের্শে দরিদ্র মানুষদের ঈদ উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসন মাঠে রয়েছেন।

আজ মঙ্গলবার বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ৭ হাজার দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র সহয়তা প্রদান করা হয়। এসময়ে পবিত্র রমজান ও ঈদে সাধারন মানুষ যাতে অভাবে না থাকে সেজন্য তাদের সহয়তা করতে দলীয় নেতাকর্মীদের প্রতিও আহবান জানান এমপি শেখ তন্ময়।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাভেন, জেলা আয়োমী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্ধিন ও সংরক্ষিত মহিলা এমপি ফরিদা আক্তার বানু লুসি।

অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভার ৭ হাজার দরিদ্রদের মধ্যে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি, জুব্বা ও খাদ্য সম্গ্রী বিতরণ করা হয়।

(এস/এসপি/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test