E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন কর্মকর্তার হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২০২৪ এপ্রিল ০৩ ১৪:১০:৫৬
বন কর্মকর্তার হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিপন মারমা, রাঙ্গামাটি : দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান সজল হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরের মুল সড়কের পাশে রাঙ্গামাটি বন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহিদুল রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, ইউ এস এফ বন বিভাগের মোঃ সোহেল রানাসহ বন বিভাগের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ, রবিবার (৩১ মার্চ) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। খবরে পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সহ কয়েকজন বনকর্মি ঘটনাস্থলে যান।

এসময় সাজ্জাদুজ্জামানসহ মোটর সাইকেল আরোহী একজনকে মাটি ভর্তি পাচারকারী ডাম্পট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন।

(আরএম/এএস/এপ্রিল ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test