E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাপুরে বাসে ডাকাতির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

২০২৪ এপ্রিল ০৩ ১৮:২৬:৩৬
মির্জাপুরে বাসে ডাকাতির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে মির্জাপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় ছুরিকাঘাতে সুভাষ চন্দ্র সাহা নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সদস্য সুভাষ চন্দ্র ঢাকায় একটি মামলার সাক্ষী শেষে রাতে বাসে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আসলে একদল ডাকাত বাসের উঠে ডাকাতি শুরু করে। এ সময় পুলিশ সদস্য সুভাষ চন্দ্র বাঁধা দিলে ডাকাতরা তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে তার মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মির্জাপুর থানার পুলিশ ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে তার।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান বলেন, ‘রাতে শিশির পরিবহনের একটি বাস ডাকাতের কবলে পরে। এরপর ৯৯৯ ফোন পাওয়ার পর গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও জেলা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় পুলিশের চেকপোস্টের সীমানা ভেঙে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে এক আসামিকে ধরতে সক্ষম হয়। বাসটি মির্জাপুর থানার হেফাজতে রাখা হয়েছে।’

বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(এসএম/এসপি/এপ্রিল ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test