E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুবর্ণচরে বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

২০২৪ এপ্রিল ০৪ ১৩:৪৬:২৬
সুবর্ণচরে বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী  জেলার সুবর্ণচরে বহিরাগত  ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় শত শত ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার।

৪ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় চর জুবলী ইউনিয়নের স্লুইস গেট বাজার সংলগ্ন প্রধান সড়কে ভূমিহীদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভূমিহীনরা বলেন, চর বাগ্যায় প্রায় ৫০ একর সরকারি খাসজমি কাগজ পত্র করে ভূমিহীনগন নথি সীজন পূর্বক ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছি। দীর্ঘদিন দখলে থাকা ভূমিহীনদের বাড়ী ঘর, মসজিদ, মোক্তব ডোবা, নালা, খাল বিল অবৈধ ভাবে দখল করার চষ্টা চালিয়ে আসছে এজি গ্রুপ নামের একটি প্রতাষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ভূমিহীনরা বলেন, আমরা ২০০২ চর বাগ্যায় বাগান পরিস্কার করে সরকারি খাস জায়গায় বসবাস শুরু করি, পরবর্তীতে ২০০৭ সালে সিডিএসপি মাঠ জরিপে দখল প্রমাণিত হওয়ায় ভুমিহীন শতাধিক পরিবারকে টোকেন স্লিপ প্রদান করে, কিন্তু অসাধু বহিরাগত একটি ভূমিদস্যু চক্র ভুমিহীনদের নামে খতিয়ান হওয়ার পূর্বেই আমাদের ওপর নির্যাতন ও হামলা করে দখল নেয়।

ঐ জায়গাতে ফ্যক্টরী, মেল কারখানা হবে এবং ভূমিহীন পরিবারের কর্ম সংস্থানের আশ্বাস দেন কিন্তু দীর্ঘ বছরেও আমাদের জায়গায় কোন ফ্যাক্টরী করা হয়নি কিছুদিন পূর্বে আমরা সকল ভূমিহীন একত্র হয়ে পুনরায় আমরা আমাদের জায়গাতে ফিরে আসি।

এর পর থেকে এটি বিদেশী সংস্থার নাম ভাঙ্গিয়ে আগেরমত ভূয়া কাগজপত্র তৈরী করে একটি মহল আমাদেরকে হুমকি ধমকি গুম খুনের হুমকি দিয়ে আসছে, এর প্রতিবাদে বিভিন্ন সময় মানববন্ধন, সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ করলে ঐসকল ভূমিদস্যুরা আমাদের নামে মিথ্যা গুজব রটিয়ে উচ্ছেধ করার আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বুঝিয়ে দিয়ে মাথা গোজার ঠাঁই করে দেয়ার জন্য ও ভূমিহীনরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কর্মকর্তা এবং চরজব্বার থানাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুমিহীন নেতা জয়নাল আবেদিন, আব্দুল গণি, ভূমিহীন নেত্রী নার্গিস বেগম, মনোয়ারা বেগম, মায়া বেগম, মহিমা বেগম, মোঃ ইসমাইল প্রতিবন্ধী আব্দুল হাফেজ, মাকছুদ আহম্মদ,জুলেখা আক্তারসহ অনেকে ।

(আইইউএস/এএস/এপ্রিল ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test