E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন

২০২৪ এপ্রিল ০৫ ১৪:৩৬:৫০
সুবর্ণচরে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নে কার্ডধারী হতদরিদ্রদের উপকারভোগীদের মাঝে বিশেষ সহায়তা তহবিল(ভিজিএফ) এর  চাল বিতরণ করা হয়েছে। এতে ৭ হাজার ৪ শত ২০ জন উপকারভোগী মানুষের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ৫ নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়।

৫ নং চর জুবিলী ইউনিয়নে সচিব আবু নাঈম এর সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও চাল বিতরণ সংযুক্ত কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুসহ ইউনিয়ন পরিষদের সকল মহিলা-পুরুষ সদস্যগণ।

৫নং চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু উপকারভোগী সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে তার বক্তব্যে বলেন, ১০ কেজি চালের একটি টাকা কারো থেকে নেওয়া হয়নি, অন্য কেউ টাকা নিয়েছে এরকম কোন রিপোর্ট পেলে আমাকে সাথে সাথে অবহিত করবেন, তিনি ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করার লক্ষ্যে উন্নয়ন মৃলক কাজের জন্য ইউএনওকে অবহিত করেন।

(আইইউএস/এএস/এপ্রিল ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test