E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুবর্ণচরে আ.লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৪ এপ্রিল ০৫ ১৬:৩৩:৫৭
সুবর্ণচরে আ.লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ মার্চ) সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খাইরুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, নোয়াখালী জেলা যুব লীগের অন্যতম সদস্য ওমর ফারুক বিপ্লব, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পি, সুবর্ণচর উপজেলা আ.লীগ নেতা দিদারুল আলম সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জরিপ হোসেন আপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাঞ্চন মজুমদার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজির ওয়ালি উদ্দিন কামরুল, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য কামরুল হোসেন ফয়সাল, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, ফিরোজ আলম টিটু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগদানের সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে স্লোগান মুখর মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করে। এছাড়াও আরো বক্তব্য রাখেন, আখতার মেম্বার, সিদ্দিক মেম্বার, বাহার মেম্বারসহ অনেকে।

অনুষ্ঠানে আলোচনা করার সময় বক্তারা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় পর্যায়ের নেতৃবৃন্দের নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ইফতার পরিবেশন করা হয়।

(এস/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test