E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় ভেজাল তেল তৈরির কারখানায় পুলিশের অভিযান, অসাধু ব্যবসায়ী আটক

২০২৪ এপ্রিল ০৬ ১৩:৫৫:২৯
সালথায় ভেজাল তেল তৈরির কারখানায় পুলিশের অভিযান, অসাধু ব্যবসায়ী আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নিজ কারখানায় ভেজাল সয়াবিন তেল, পোলাওয়ের চাল ও ডিটাজেন্ট পাউডার উৎপাদন করে বিভিন্ন বাজারে পাইকেরি বিক্রি করতেন জামাল মাতুব্বর (৪৫) নামে এক অসাধু ব্যবসায়ী। আর এতে কপাল খুলে যায় তার। ভেজাল পণ্য বাজারজাত করে মাত্র কয়েক বছরে কোটিপ্রতি বনে গেছেন জামাল। তবে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল ও সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে জামাল স্টোর নামে একটি কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল তেল, পোলাওয়ের চাল ও ডিটারজেন্ট পাউডার। আটক জামাল ভাবুকদিয়া গ্রামের মৃত মালেক মাতুব্বরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ মোল্যা জানান, জামাল ঠেনঠেনিয়া বাজারে একটি কারখানা খুলে দীর্ঘদিন ধরে ভেজালদ্রব্য তৈরি করে বাজারাজাত করে আসছেন। এতে সে মাত্র কয়েক বছরে কোটি টাকার মালিক হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযান চালায়।

শুক্রবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল গনমাধ্যমকে বলেন, ব্যবসায়ী জামাল দীর্ঘদিন ধরে নিজ কারখানায় নিম্নমানের পাম তেল বোতলজাত করে নামিদামি কোম্পানির মোড়ক লাগিয়ে ইচ্ছামতো মেয়াদ উত্তীর্ণের তারিখ বসাতেন। পরে সেগুলো পিওর সয়াবিন তেল বলে বিভিন্ন বাজারে পাইকেরি বিক্রি করে আসছিলেন। শুধু তাই নয়, নিম্নমানের পোলাওয়ের চাল প্যাকেটজাত করে বিক্রি করতেন। পাশাপাশি ভেজাল ডিটারজেন্ট পাউডার তৈরি করতেন।

সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঠেনঠেনিয়া বাজারে অভিযান চালিয়ে কারখানার মালিক জামাল মাতুব্বরকে আটক করা হয়েছে। এ সময় তিন ব্রেল নিম্নমানের পাম তেল, কয়েক কাটুন বোতলজাত তেল, ভেজাল ডিটারজেন্ট পাউডারের মোড়ক ও নকল পোলাওয়ের চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(এএনএইচ/এএস/এপ্রিল ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test