E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানবসেবা হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার প্যাথলজি বিভাগ সিলগালা

২০২৪ এপ্রিল ০৮ ১৫:২১:২০
মানবসেবা হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার প্যাথলজি বিভাগ সিলগালা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে রোগীর সঙ্গে প্রতারণা ও লাইসেন্স নবায়ন না থাকায় মানবসেবা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সিলগালা করা হয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মানবসেবা হাসপাতালে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. ফজলুল হক জানান, লাইসেন্স নবায়ন না থাকায় মানববসেবা হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার স্বাস্থ্যসেবা সুন্দর ও স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

(আরআর/এএস/এপ্রিল ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test