E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর ঈদের চাল পেলেন ১৩ হাজার ২৩৫ দুঃস্থ পরিবার

২০২৪ এপ্রিল ০৮ ১৭:১৬:৩২
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর ঈদের চাল পেলেন ১৩ হাজার ২৩৫ দুঃস্থ পরিবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাল সহায়তা পেলেন ১৩ হাজার ২৩৫ অসহায় ও দুঃস্থ পরিবার। 

উপজেলার ৫টি ইউনিয়নের ১৩ হাজার ২শ ৩৫টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মধ্যে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ঈদের উপহারের ১০ কেজি করে চাল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধানমন্ত্রীর ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কর্মকর্তাগন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর পরে বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান বিপুল দাস এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর ঈদের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এ সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিন সকালে রাজিহার ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর ঈদের উপহারের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ অনুকূলে বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাল হিসবে পাঁচ চেয়ারম্যানদের অনুকুলে ১৩৩২দশমিক ৩৫০ মেট্টিক টন বরাদ্দ প্রদান করা হয়। জনসংখ্যা অনুযায়ি রাজিহার ইউনিয়নে ২৮৯২ পরিবার, বাকাল ইউনিয়নে২৫৩৯ পরিবার, বাগধা ইউনিয়নে ২৭৩৩পরিবার, গৈলা ইউনিয়নে ২৫৯৮পরিবার এবং রতœপুর ইউনিয়নে ২৪৭৩ অসহায় ও দুঃস্থ পরিবারসহ মোট ১৩ হাজার ২শ ৩৫ পরিবার ১০ কেজি করে এই চাল পাবেন।

অন্যদিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ১৩৯০টি পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরণ করেছেন।

(টিবি/এসপি/এপ্রিল ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test