E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিশ্বঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে ঈদের প্রধান জামায়াত

২০২৪ এপ্রিল ১১ ১৪:৫৫:৩৩
বিশ্বঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে ঈদের প্রধান জামায়াত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এবারও ষাটগুম্বুজ মসজিদে ৩টি জামায়াতে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশী ধর্মপ্রান মুসল্লী ঈদের ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। চারস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ। 

ষাটগুম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা দেশি-বিদেশী ধর্মপ্রান মুসল্লীদের সাথে ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৮টায় তৃতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ষাটগুম্বুজ মসজিদে। হযরত খানজাহানের (রহ:) অমর সৃষ্টি সাড়ে ৬০০ বছরের পূর্বে নির্মিত ষাটগুম্বুজ মসজিদে এবারের তিনটি ঈদের জামায়াতে মসজিদের ভিতর ছাড়াও বাইরের দুটি প্যান্ডেলে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশী ধর্মপ্রান মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি-অগ্রগতি কামানা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লীরা এক অন্যের সাথে কোলাকুলি করেন।
এদিকে খানজাহান (রহ:) মাজার শরীফে সকাল ৮টায় ঈদের জামায়াতে ইমামতি করবেন খানজাহান (রহ:) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ।

(এস/এসপি/এপ্রিল ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test