E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ, সৌহার্দ্য ও সম্প্রীতির ডাক

২০২৪ এপ্রিল ১৪ ২৩:২১:২৯
ঈশ্বরদীতে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ, সৌহার্দ্য ও সম্প্রীতির ডাক

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে মানুষ উদযাপন করছে পহেলা বৈশাখের নানা আচার-অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের আয়োজনে এক সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রবিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়। নবীন-প্রবীণ সবাই মেতেছ এ উৎসবে। পাবনা-৪ আসনের এমপি গালিব শরীফ দেশ থেকে সব সাম্প্রদায়িক শক্তি রুখে দিয়ে সর্বত্র সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পাবনা-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ মঙ্গল শোভাযাত্রার নের্তৃত্ব দেন। পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণের কথা থাকলেও প্রচন্ড গড়মের কারণে রেলগেটে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে বর্ষবরণ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা উৎসব ও লাঠিখেলা অনুষ্ঠিত হয়। আদিবাসীরা তীর-ধনুক নিয়ে খেলা প্রদর্শন করে।

প্রধান অতিথি এমপি গালিব শরীফ দেশ থেকে সব সাম্প্রদায়িক শক্তি রুখে দিয়ে সর্বত্র সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ডাক দিয়ে বলেন, বাঙালির প্রাণের উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক হয়ে দিনটিকে উদযাপন করছে। দিনটিকে আরও বেশি তাৎপর্যময় করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছর ধরে নববর্ষ ভাতা দিয়ে আসছেন। এতে আরও বেশি উৎসাহ ও আনন্দ নিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণের দিনটিকে প্রাণভরে উপভোগ করতে পারছে সবাই। তিনি আরও বলেন, অকুতোভয় বাঙালি জাতি সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ঐতিহ্যবাহী দিবসটি উদযাপন করতে আজ এবং আগামীতেও পিছপা হবে না।

সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) টি এ রাহসিন কবীর। উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, থানার অফিসার ইনচার্জ রফিকূল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, গণমাধ্যম কর্মিসহ বিপুল সংখ্যক মানুষ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test