E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠীর বটমূলে বাংলা নববর্ষ উদযাপন

২০২৪ এপ্রিল ১৫ ১৫:৩৮:৪২
দিনাজপুরে ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠীর বটমূলে বাংলা নববর্ষ উদযাপন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠীর বটমূলে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী চাউলিয়া পট্টি পাহাড়পুর মিলনালায় সমিতি দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগারের নিজস্ব বটমূলে আজ সোমবার আয়োজন করা হয় বাঙ্গালি সংস্কৃতির ঐতিহ্য পান্তা-শুটকি ভত্তা-আলু ভত্তা, শাক আর মাছ ভাজার ভোজন। এছাড়াও ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এর আগে দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদ এর আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় দিগন্ত শিল্পীগোষ্ঠীর কর্মকর্তা এবং সদস্যবৃন্দরা। শোভাযাত্রা শেষে দিগন্ত বটমূলে বাংলা নববর্ষ অনুষ্ঠান সূচির উদ্বোধন করেন,সংগঠনের কার্যনির্বাহী কমিনির আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এস এম খালেকুজ্জামান রাজু।

কার্যনির্বাহী আহবায়ক কমিটির সদস্য ফারুক গজনবী, শাহ্ আলম শাহী, ইউসুফ আলী, রাজ্জাক ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, সংগঠনের প্রবীণা সংগীত শিল্পী শরিফুল ইসলাম বকুল, ফারুক গজনবী, শাহ্ আলম শাহী, রাজ্জাক ইসলাম, উজ্জ্বল, দুলাল, সাব্বির, পিংকি, বাউল রনী, প্রশান্ত, মাসুদা, প্রজ্ঞা, স্বাধীন সহ অন্যরা।

(এসএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test