E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থ বানিজ্য, নেতা-কর্মীদের হয়রানী ও আ.লীগের সাথে আতাতের অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী শিরিন’র বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি নেতা-কর্মীদের

২০২৪ এপ্রিল ১৫ ১৬:৩০:৩৬
বরিশালে বিএনপি নেত্রী শিরিন’র বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি নেতা-কর্মীদের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এর বিরুদ্ধে অর্থ বানিজ্য, নেতা-কর্মীদের হয়রানী, আওয়ামী লীগের সাথে আতাতের রাজনীতিসহ বিস্তর অভিযোগ উঠেছে। শিরিনের নিপিড়ণ আর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভাসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে- অর্থের বিনিময়ে বিএনপিকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে বিএনপি বানিয়ে কমিটি বাণিজ্যের। পাশাপাশি রমাজান মাসের ইফতারের নামে বাণিজ্যর কারণে দলে গ্রুপিং করে ভাঙ্গন ধরানোর চেস্টারও। শিরিন ও তার অনুসারীদের বিতর্কিত কর্মকান্ডে ক্রমেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশালে এখন মেরুদন্ডহীন হয়ে পড়েছে দলটি। ফলে সরকার পতন আন্দোলনে শিরিনের নেতৃত্বাধীন বরিশাল বিএনপি রাজপথে উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখতে পারেনি।

২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে সরকার পতনে দলের আন্দোল শুরু থেকে নেতাকর্মীদের জন্য আসা ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিলকিস জাহান শিরিনকে পদচ্যুত করে নতুন নেতৃত্বের মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহবান জানিয়েছে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা।
বরিশাল বিভাগের একাধিক জেলা ও উপজেলা বিএনপির নির্ভরযোগ্য দ্বায়িত্বশীল সূত্র জানায়, সাবেক এমপি বিলকিস জাহান শিরিন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে পাবার পর থেকেই আর্থিকভাবে লাভবান হতে বেপরোয়া হয়ে ওঠেন। আর তার এই মিশন বাস্তবায়ন করতে বিভাগের সর্বত্র তার নিজের লোক দিয়ে কমিটির বাণিজ্যে মেতে ওঠেন।

তবে অনেক জায়গায় সুফল পেলেও বরিশাল-২ নির্বাচনী সরফুদ্দিন আহমেদ সান্টুর এলাকা উজিরপুর ও বানারীপাড়ায় ব্যার্থ হয় শিরিন। কারণ এই জনপদে সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বাধীন নেতারা কারো হস্তক্ষেপ বা কমিটি বাণিজ্য গ্রহনযোগ্য নয়। এই দুই উপজেলার মোট ১৭ ইউনিয়ন এবং দুটি পৌরসভায় সকল ওয়ার্ড কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করে দেন সান্টু নিজেই।

উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন খান জানান, উজিরপুরে ৯টি ইউনিয়নে অন্যান্য বছরের মতো কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ইফতার মাহফিলের জন্য প্রত্যেক ইউনিয়নে ৩০ হাজার এবং পৌর বিএনপিকে ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

তার ধারাবাহিকতায় দলীয়ভাবে ১৮ রমজান শিকারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কাজী বাড়ী মহিলা স্কুুল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের ব্যানারে শিরিন ও টিপু গাজীর নাম না থাকায় টিপু গাজী ইফতার মাহফিলের দ্বায়িত্বে থাকা বিএনপি নেতা প্রফেসর সিদ্দিকুর রহমানসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হুমকি দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠান ভন্ডুল করতে ব্যানার ছিড়ে ফেলে। এনিয়ে নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা দিলে এক পর্যায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এমনকি শিরিনের অনুসারীদের দিয়ে ইফতার পার্টির জন্য ভ্যানু বেছে নিচ্ছেন শেখ হাসিনার নৌকা।

উজিরপুর উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, বিলকিস জাহান শিরিন নানাভাবে আওয়ামী ঘরানার লোকদের জেলা কমিটিতে পদায়নের ধারাবহিকতায় বরিশাল জেলা দক্ষিণ জাসাস এর সাধারণ সম্পাদক করেছেন বিপ্লব মোল্রাকে। এই বিপ্লবের পরিবার সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বিপ।লবের ভাইয়েরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করাসহ মামলায় জড়িয়ে দেয়ার বিভিন্ন সময় অভিযোগ রয়েছে। আর এই বিপ্লবের বাড়িতে শিরিন মাঝেমধ্যেই বেড়াতে গিয়ে উপহার সামগ্রী নিয়ে বাসায় ফেরেন।

শিরিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- মজিবর রহমান সরোয়ারের লোক হিসেবে পরিচিত জেলা দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চানের আর্থিক সহযোগিতায় ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়া ও বিভিন্ন চাকরি দেয়ার নামে নিয়োগ বানিজ্য করে কোটিপতি বনে যাওয়া জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনকে বাগে নিয়ে বরিশাল সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী ঘরানার লোকদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কমিটি বাণিজ্য করার।

বরিশাল সদর উপজেলার সংগঠিত বিএনপির কমিটি ভেঙে দিয়ে দলের পরীক্ষিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী ঘরানার বিতর্কিত ও মাদক কারবারিদের দিয়ে কমিটি বাণিজ্য করেন। বরিশাল সদর উপজেলাসহ জেলা দক্ষিণ বিএনপির নির্ভরযোগ্য নেতা নুরুল আমিনকে আহ্বায়কের পদ সরিয়ে দেয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি নেতাকর্মীরা। যার ফলশ্রুতিতে ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে বরিশাল জেলা দক্ষিণ ও সদর উপজেলা বিএনপি রাজপথে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে পারেনি। বরং বিএনপির ঘাঁটি খ্যাত বরিশাল বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

শিরিনের বিরুদ্ধে সইবরোধী ভিযোগ বরিশাল বিভাগের সর্বত্র।বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি কমিটি বাণিজ্য করার কারণে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শিরিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল পর্যন্ত করেছেন নেতাকর্মীরা।

বিভাগ জুড়ে নেতাকর্মীদের দাবি বরিশাল বিএনপিকে বাচাতে দূণীতিবাজ শিরিনকে দ্রুত পদচ্যুত করে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

এ বিষয়ে সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আমার নির্বাচনী এলাকা বরিশাল-৩ বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় আওয়ামী ঘরানার লোকদের দিয়ে দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বিলকিস জাহান শিরিন। আর ষড়যন্ত্রের একটাই কারণ; সেটা হলো আমি যাতে বিভিন্ন সময় মোটা অংকের টাকা দিয়ে তার যোগাযোগ রাখি। যা আমার পক্ষে কোন রকমেই সম্ভব নয়।
এ বিষয়ে বিলকিস জাহান শিরিনকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্কব্য পাওয়া যায়নি।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test