E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে চেয়ারম্যান পদে ১০ ও ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী 

২০২৪ এপ্রিল ১৫ ২৩:০৯:২১
জামালপুরে চেয়ারম্যান পদে ১০ ও ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুই উপজেলার মধ্যে সদরে ৬ জন ও সরিষাবাড়ি উপজেলায় ৪ জন। এছাড়া এই দুই উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এসব প্রার্থীদের মনোনয়নপত্র জমা পড়ে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

জামালপুর সদরে মনোনয়নপত্র জমা দেওয়া ৬ প্রার্থীরা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল ইসলাম রুবেল ও মো. আবু হামান।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. নাজমুল হোসাইন ও আওয়ামী লীগ সমর্থক মো. সাইদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি ও সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী চাঁদনী।

অপরদিকে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তালেব উদ্দিন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও ডোয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. শেলী আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. মাহমুদা খাতুন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচন কমিশন থেকে এবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান করায় আমাদের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের কোন ভিড় ছিলনা। ফলে প্রার্থী ও তাদের সমর্থকদের উৎসব আমেজের সেই ভিড়ের কোনরূপ ঝামেলা পোহাতে হয়নি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল এবং এর আগের কয়েকদিন আমাদের কার্যালয় ছিল একদম স্বাভাবিক অফিস কার্যদিবসের মতোই। আগামী ১৭ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে একই দিন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের প্রথমধাপ অনুযায়ী ৮ মে জামালপুর জেলার সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test