E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সম্মানী ভাতা অসহায় ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হবে’

২০২৪ এপ্রিল ১৬ ১১:২৬:৫৩
‘সম্মানী ভাতা অসহায় ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হবে’

তন্ময় উদ্দৌলা, ফরিদপুর : ফরিদপুরে এক মুক্ত আলোচনা সভায় সাবেক কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব বলেন, 'যতদিন বেচে আছি এই ফরিদপুর এবং এই জনপদের মানুষের জন্য আমি অন্যায়ের বিপক্ষে কাজ করে যাবো আপোষহীন ভাবে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমার প্রাপ্ত সম্মানী ভাতা উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে।'

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ রাজেন্দ্র কলেজ'র সংসদ (রুকুসু) হল রুমে শহর ছাত্রলীগের আয়োজনে এক মুক্ত আলোচনা সভায় আসন্ন ৮ই মে উপজেলা নির্বাচন উপলক্ষে এ বক্তব্য দেন জেলার সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান বিপ্লব।

আশিকুর রহমান বিপ্লব ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন, পরবর্তীতে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেন। তিনি জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী খন্দকার মোহাম্মদ হোসেনের পুত্র।

এর আগে বেলা ১১ টাই জেলার সদর উপজেলা পরিষদে নির্বাচন কমিশনার এর কার্যালয়ে বিপ্লব মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিপ্লব সহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব আরো বলেন, 'বিএন,পি-জোট সরকারের আমল থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্রলীগের একজন কর্মী হিসাবে কাজ করেছি, ১/১১ তে ধাওয়া, হামলা মামলার শিকার হয়েছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সংগঠনের অন্যান্য পদে দায়িত্ব পালনকালে আমার বিরুদ্ধে কেউ কোন বাজে কর্মকান্ডর অভিযোগ ইনশাআল্লাহ দিতে পারবে না। একজন ভাইস চেয়ারম্যান এর যতটুকু কার্যক্ষমতা তার সবটুকু দিয়ে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখা হাসিনার নেতৃত্বে এই উপজেলার সকলকে সাথে নিয়ে উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাবো।'

শহর ছাত্রলীগের নেতৃত্বে ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা মুক্ত আলোচনা সভার আয়োজন করে। এ সভায় ফরিদপুর জেলা ছাত্রলীগের তামজিদুল রশিদ রিয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক এবং সাবেক সহ-সভাপতি এজাজ খান প্রমুখ।

(টিইউ/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test