E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে গ্রামীন ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

২০২৪ এপ্রিল ১৬ ১৮:০৫:৩৯
গোপালগঞ্জে গ্রামীন ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীন ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা।

ব্যাংকের সদস্যদের ২ লক্ষ ৬৯ হাজার ৬শ’ ১২ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং-০১।

মামলার আসামিরা হলেন- গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া শাখার ম্যানেজার সজল কুমার মজুমদার, কর্মকর্তা অসীম বৈদ্য ও শেখ নাজমুল ইসলাম।

মামলার বরাত দিয়ে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের ওই ৩ কর্মকর্তা ১৩ জন সদস্যকে ঋণ দেওয়ার কথা বলে কৌশলে তাদের স্বাক্ষর গ্রহণ করেন। পরে ঋণের অর্থ উত্তোলন করে সদস্যদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেন। এছাড়া ১ জন ঋণ গ্রাহকের কাছ থেকে ঋনের কিস্তির টাকা আদায় ব্যাংকে জমা দেওয়া হয়নি। এ দুটি খাত থেকে তারা মোট ১৪ জন গ্রহকের ২ লক্ষ ৬৯ হাজার ৬শ’ ১২ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করেন।বিগত ২০১৯ সালের ১১ নভেম্বর থেকে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টাকা আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, সদস্যদের আর্থ আত্মসাতের বিষয়ে গ্রামীন ব্যাংকের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি জিডি দায়ের করা হয়। এটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করতে দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের কাছে প্রেরণ করা হয়। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে ১৪ গ্রহকের অর্থ আত্মসাতের সত্যতা মিলে ।তারপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ জুলাই গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test