E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

২০২৪ এপ্রিল ১৭ ১৬:৫৩:১১
সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মজীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমার বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস, শিক্ষক আব্দুল কাদেরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি এবং তাজ উদ্দিন আহমেদ প্রধান মন্ত্রী নিযুক্ত হন।

(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test