E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে বললেন এমপি সুজন

২০২৪ এপ্রিল ১৭ ১৭:০৫:১৭
মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে বললেন এমপি সুজন

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : দলীয় পরিচয়ে কেউ যদি মাদক ব্যবসার সাথে জরিত থাকে তবে তাদের বিরুদ্ধে পুলিশকে কোঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মাজহারুল ইসলাম সুজন এমপি।

গত মঙ্গলবার রানীসংকৈল এর ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজারে একটি সামাজিক সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া দেবীগঞ্জ - ধর্মগড় স্থল বন্দর চালুর ব্যপারে চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, এক সময় ছিল বিদুৎ দাও কিন্তু এখন কেউ বলে না বিদুৎ দাও। এখন সবাই পাকা রাস্তা চায়। এ জন্য আমি রাস্তা নিয়ে কাজ করছি। দুই তিনিটা টেন্ডার পর্যায় নিয়ে গেছি। যেভাবে বাড়ি বাড়ি বিদ্যুৎ নিয়ে গেছি সে ভাবে সবার বাড়ির সামনে রাস্তা নিয়ে যাব। বঙ্গবন্ধু কন্যা শেখা হাসিনা বার বার ক্ষমতায় থাকার ফলে যে পরিবর্তন হচ্ছে এতে আমরা উন্নত রাষ্ট্র পরিনত হচ্ছি। জননেত্রী যত দিন থাকবে তত দিন আমরা ভালো থাকব। আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ হারাতে পারবে না।

তিনি আরো বলেন, এমন কাজ করা যাবে না যা জননেত্রীর বদনাম হয়। মাদকের দিকে যেন যুব সমাজ না ঝুকে এ জন্য লক্ষ রাখবেন। জমি যদি কেউ পায় তবে লাঠিয়াল বাহিনি দিয়ে জমি দখল করা চলবে না। আইন অনুযায়ী যে পাবে তাকে আইনের লোক জমি বুঝে দিবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, রানীসংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, রানীসংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক, রানীসংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও আনুষ্ঠানটি সঞ্চালন করেন মোকসেদুর রহমান।

সংবর্ধনা আনুষ্ঠানটি আয়োজন করেছিল ধর্মগড় চেকপোস্ট জনকল্যাণ নামে একটি সামাজিক সংগঠনের তরুনরা।

(এআই/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test