E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে জুয়ার আস্তানায় ডিবি পুলিশের অভিযান, আটক ১৩

২০২৪ এপ্রিল ১৯ ১৬:২৩:২৪
মৌলভীবাজারে জুয়ার আস্তানায় ডিবি পুলিশের অভিযান, আটক ১৩

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে দীর্ঘদিন যাবত প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়া আর জমজমাট দাদন ব্যবসা চলে আসছিল বলে গুঞ্জণ রয়েছে। অবশেষে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকা সহ ১৩ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার খলিল মিয়ার ফিশারিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ১৩ জুয়ারিকে আটক করে নিয়ে আসেন অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ১শ ১০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ফিশারির মালিক খলিলুর রহমান ওরফে খলিল মিয়া (৪১) শাহানুর মিয়া (৪৬), মোঃ আলী আহমদ (৬৪), মোঃ জায়ফর মিয়া(৫৫), মোঃ ছিকন খাঁ (২৩), জীবন মিয়া (২২), দিলাল মিয়া (৬৪), সাঈদ মিয়া(৩৫), ইউসুফ মিয়া (৩৮), আতাউর রহমান (৫০), মৌলদ মিয়া (২৮),মো: আকবর (৫৬) ও মোঃ আলী হোসেন (৩২)।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) এ এইচ এম মাহমুদুর রহমান জানান, আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।

নাম প্রকাশে অনেচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, রাজনৈতিক নাম ব্যবহার করে বরইউড়ি, আটঘর ও হোসেনপুর সহ আশপাশের গ্রামে জুয়া ও দাদন ব্যবসা দীর্ঘদিন যাবত চলে আসার কারনে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত অবস্থান চান ওই জনপ্রতিনিধি।

শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম ১৩ জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ১৩ জন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মো: মনজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। আমরা জুয়া আর দাদন ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। এ বিষয়ে গণমাধ্যকর্মীদেরও সহায়তা চান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

(একে/এসপি/এপ্রিল ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test