E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা পরিষদ নির্বাচন

লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র দাখিল 

২০২৪ এপ্রিল ২১ ১৮:৪০:৫৩
লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র দাখিল 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ রবিবার (২১ এপ্রিল)।মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, ২ মে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ এবং ২১মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এ.কে. এম ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নং জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম (সাবেক নিবন্ধক) , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি মো: তারিকুল ইসলাম উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আওয়ামী লীগ নেতা মো: আইয়ুব হোসেন।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো : কামরুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, ৬নং জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কে এম মোস্তফা কামাল লিওন, ৬ নং জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদ, আওয়ামী লীগ নেতা মো: আজম মোল্যা, আওয়ামী লীগ নেতা মো: বাবুল মিয়া এবং আওয়ামী লীগ নেতা মো: মাহমুদুর রহমান।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন যারা, বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগ নড়াইল জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিসেস কনিকা ওছিউর, পৌর আওয়ামী লীগের নেত্রী মোছা: কাকলি বেগম।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১০৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০৫৭৮৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১০৪৯৮৩ জন। ১ টি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে লোহাগড়া উপজেলা পরিষদ গঠিত।

(আরএম/এসপি/এপ্রিল ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test