E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় গাঁজা গাছ ও ট্যাপেন্টাডল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীসহ ৪ আসামী গ্রেফতার

২০২৪ এপ্রিল ২১ ১৯:৪২:২৩
পাংশায় গাঁজা গাছ ও ট্যাপেন্টাডল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীসহ ৪ আসামী গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী : পাংশা থানা পুলিশ কর্তৃক অভিযানে ০১(এক)টি গাঁজা গাছ ও ১৪০পিচ ট্যাপেন্টাডল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী, ০১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও ০১ জন অন্যান্য মামলারসহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার।

রবিবার (২১ এপ্রিল) রাত ১ টার দিকে পাংশা থানার এসআই (নিঃ) সেলিম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা থানাধীন বিলজোনা সাকিনস্থ ধৃত আসামীর বসত বাড়ীর দোচালা টিনের রান্না ঘরের দক্ষিণ পাশের কোনা হইতে মাদক ব্যবসায়ী আসামি ১/ নির্মল কুমার বিশ্বাস (৩৫), পিতা-রবেন কুমার বিশ্বাস, গ্রাম- বিল জোনা, থানা- পাংশা, জেলা -রাজবাড়ী এর নিকট হইতে একটি গাঁজা গাছ, যাহা কান্ড ও পাতা যুক্ত, যাহা লম্বা অনুমান ১০ ফুট ০৫ ইঞ্চি উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।

শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পাংশা থানার এসআই (নিঃ) মোজাম্মেল হক (১) সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাংশা থানাধীন রুপিয়াট দত্তের বাজার সাজ্জাদ ফার্মেসীর সামনে থেকে জনৈক আসামি ২/ মোঃ রাজ্জাক মন্ডল (৩৫)নামে এক ব্যক্তির কাছ থেকে ১৪০ (একশত চল্লিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোঃ রাজ্জাক মন্ডলের পিতা- মোঃ মাছিম মন্ডল, মাতা- মোছাঃ সাহিদা বেগম,গ্রাম- গ্রাম- ভুর কুলিয়া, থানা- পাংশা, জেলা–রাজবাড়ীকে গ্রেফতার করেন এবং উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় সে রুপিয়াট দত্তের বাজার জামে মসজিদের সভাপতি।

এসআই(নিঃ)/ দিপঙ্কর কুন্ডু, এএসআই(নিঃ)/মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পরোয়ানাভুক্ত আসামী ৩। বিশোকা রানী বিশ্বাস, স্বামী-সুজিত কুমার বিশ্বাস, গ্রাম-সরিষা(সেনপাড়া), থানা- পাংশা, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করেন। এসআই/ মোঃ মাহাবুর রহমান মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশা থানাধীন পাংশা পৌরসভা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা হইতে ১৫১ ধারার আসামী ৬। মোঃ হান্নান বিশ্বাস(৪০), পিতা-মৃত সোবাহান বিশ্বাস, গ্রাম- বাগদুল, থানা- পাংশা, জেলা –রাজবাড়ীকে গ্রেফতার করেন।

এবং রবিবার (২১ এপ্রিল) আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

(একে/এএস/এপ্রিল ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test