E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

২০২৪ এপ্রিল ২২ ১৪:২৩:১৭
গোপালগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে  নিজ বাড়িতে অশোক মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যা শিকার  অশোক মন্ডল কোটালীপাড়া উপজেলার  জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে।

অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, ঘটনার রাতে আমি ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টিভি দেখছিল। এরপর রাত ৩ টার দিকে হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডললের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরের বারেন্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।

অশোকের ভাই অসীম মন্ডল বলেন, এক দুর্বৃত্ত ঘরে ঢুকে অশোকের গলায় কোপ মারে। চিৎকার শুনে এগিয়ে এলে ওই দুর্বৃত্ত আমাকে ঘুষি মেরে পালিয়ে যায়।

পপর্শবর্তী তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলো। তবে সে মাঝে মাঝে একটু নেশা করতো। আমার জানামতে তার কোন শক্র নেই।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মন্ডলের হত্যাকান্ড নিয়ে ইত্যেমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধান কাটার কাস্তে উদ্ধার করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পারবো।

অশোক মন্ডলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

(এমএস/এএস/এপ্রিল ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test