E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলপুরে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন অধ্যাপক হাবিব

২০২৪ এপ্রিল ২২ ১৭:৩৪:৫২
ফুলপুরে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন অধ্যাপক হাবিব

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে আসন্ন (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তৃণমূল আওয়ামী লীগের ভরসাস্থল ও পছন্দের প্রার্থী হয়ে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনরাত্রি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। 

উপজেলার সকল ইউনিয়নেই চালাচ্ছেন জনবহুল প্রচারণা। ভোটারদের পক্ষে আনতে ধর্মীয় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন। বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজার ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নিয়মিত করছেন উঠোন বৈঠক ও গণসংযোগ। ইতিমধ্যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ নেতারা বলেন, ফুলপুরে আওয়ামী রাজনীতিতে অধ্যাপক হাবিবের কোনো বিকল্প নেই। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ও বিএনপির প্রার্থী না থাকায় মানুষজন দলমত নির্বিশেষে অধ্যাপক হাবিবকেই ভোট দিবেন।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোতালেব দেওয়ান বলেন, আমাদের ইউনিয়নে ভোট বিবেচনায় অধ্যাপক হাবিব প্রথম অবস্থানেই রয়েছেন।

রহিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজহারুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই অধ্যাপক হাবিব বিপুল ভোটে পাশ করবেন।

ফুলপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, পৌরসভার আমুয়াকান্দাসহ বেশীরভাগ ওয়ার্ডেই অধ্যাপক হাবিব পাশ করবেন।

পৌরসভার দিউ গ্রামের জেলে আবু শামা বলেন, যেকোনো কাজের জন্য লোকজনকে অধ্যাপক হাবিবের কাছেই যেতে হয়। আমরা জেলেরা এবার তাকেই ভোট দিব।

ফুলপুর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন, আমরা কোন দল করিনা। তবে এবার উপজেলা নির্বাচনের ভোট অধ্যাপক হাবিবকেই দিব। আমাদের ইউনিয়নের প্রায় সকল কেন্দ্রেই অধ্যাপক হাবিব বিপুল ভোটের ব্যবধানে পাশ করবেন বলে আশা করছি।

উপজেলা যুবলীগ নেতা সোহানুর রহমান সোহাগ ও শফিকুল ইসলাম বলেন, এবার নির্বাচনে অধ্যাপক হাবিবের গণজোয়ার উঠেছে। চুড়ান্ত বিজয় তারই হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-পর্যালোচনা। কে হবেন ফুলপুর উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান তা নিয়ে জনগণের মাঝে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। গ্রাম ও পৌর শহরের মানুষজন চায়ের আড্ডায় আসন্ন নির্বাচন নিয়ে কষছেন নানান বিশ্লেষণ।

ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন করবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিবেন।

(এসআই/এসপি/এপ্রিল ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test