E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

২০২৪ এপ্রিল ২২ ১৮:৩৭:৩১
গোপালগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ‘চোরাই মোটরসাইকেল’ আখ্যা দিয়ে লাখ টাকা চাঁদ চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষ হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, রবিবার রাতে ওই এলাকার যুবক ওমর সরদারের ‘মোটরসাইকেলটি চোরাই’ আখ্যা দিয়ে আটক রেখে ১ লাখ টাকা দাবি করেন আতিক মোল্লা ও তার লোকজন। ওমরের আটকের খবর পেয়ে আমিন খান নামের এক যুবক মোটরসাইকেল আনতে গেলে আতিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্ত আতিক। এর জেরে আজ সোমবার দুপুরে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মতিউর রহমান ফকির ও আতিক মোল্লার নেতৃত্বে কয়েক’শ লোকজন দেশিয় অস্ত্র নিয়ে আমিন খানের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা নারীরা বাঁধা দিলে তাদেরকে মারধর করা হয়। হামলায় করুণা বেগম (৪১), স্বপ্না বেগম (২১), মিনা খানম (১৩), রহিমা বেগমসহ (৬৫) ৭ জন আহত হন।

ওসি আরও জানান, হামলার সময় ঘরের মালামাল ও একটি মোটরসাইকেল নিয়ে যায় আতিকের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test