E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রিক্সা-ভ্যান চালকদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করলেন পুলিশ সুপার

২০২৪ এপ্রিল ২৩ ১৫:২৪:২৯
রিক্সা-ভ্যান চালকদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করলেন পুলিশ সুপার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রচন্ড দাবদাহে জেলা সদরের সড়কে যাতায়তকারী রিকসা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানাতে রাস্তায় নামলেন পুলিশ সুপার আল বেলী আফিফা।

তিনি মঙ্গলবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় মহাসড়কে দাড়িয়ে ওই সড়কটিতে চলাচলকারী রিকসা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের হাতে একটি করে মিনারেল ওয়াটার ও একটি করে স্যালাইন বিতরন করেন। যাতে তারা মিনারেল ওয়াটার ও স্যালাইন খেয়ে কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড দাবদাহের মধ্যেও কাজ করতে পারেন। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগন কয়েক’শ পথচারীর মাঝে পানি.স্যালাইন বিতরন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, লুতফুল কবীর চন্দন, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুনর রশীদ, সার্জেন্ট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/এপ্রিল ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test