E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

উপজেলা পরিষদ নির্বাচন

জামালপুরে দুই উপজেলায় যারা যে প্রতীক পেলেন

২০২৪ এপ্রিল ২৩ ১৮:৫৮:০২
জামালপুরে দুই উপজেলায় যারা যে প্রতীক পেলেন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং সরিষাবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন পেয়েছেন কাপ পিরিচ প্রতীক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন আনারস প্রতীক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু পেয়েছেন দোয়াত কলম প্রতীক ও রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল ইসলাম রুবেল পেয়েছেন ঘোড়া প্রতীক।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান বেলাল পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, নাজমুল হোসাইন তালা প্রতীক ও সাইদুর রহমান টিউবওয়েল প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি কলস ও সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী চাঁদনী ফুটবল প্রতীক পেয়েছেন।

অপরদিকে, সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আনারস ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তালেব উদ্দিন দোয়াত কলম প্রতীক পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন তালা ও ডোয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা পেয়েছেন চশমা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী ফুটবল ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. মাহমুদা খাতুন কলস প্রতীক পেয়েছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুই উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের প্রথমধাপ অনুযায়ী ৮ মে জামালপুর জেলার সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরআর/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test