E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতীক বরাদ্দের পরেই প্রচারণায় নামলেন কেশবপুর-মনিরামপুর উপজেলার প্রার্থীরা

২০২৪ এপ্রিল ২৩ ২০:১৮:৩৫
প্রতীক বরাদ্দের পরেই প্রচারণায় নামলেন কেশবপুর-মনিরামপুর উপজেলার প্রার্থীরা

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জেলা নির্বাচন অফিসের হল রুমে দুই উপজেলার মোট ২৭ জন প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২জন ও মনিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী রয়েছেন।

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল্লাহ-নূর-আল আহসান দোয়াত কলম, এস এম মাহাবুবুর রহমান মোটর সাইকেল, কাজী মুজাহীদুল ইসলাম হেলিকপ্টার, নাসিমা আক্তার সাদেক শালিক পাখি, মো. ইমদাদুল হক আনারস, মো. ওবায়দুর রহমান জোড়াফুল, মো. মফিজুর রহমান ঘোড়া প্রতীক পেয়েছেন। পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ, আব্দুল্লাহ আল মামুন তালা, সুমন সাহা চশমা, মো. আব্দুল লতিফ রানা মাইক, মো. মনিরুল ইসলাম টিউবওয়েল, রাবেয়া খাতুন ফুটবল, মনিরা খানম কলস প্রতীক পেয়েছেন।

অন্যদিকে মনিরামপুর উপজেলা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ফারুক হোসেন মোটর সাইকেল, মো. মিকাইল হোসেন ঘোড়া, মো. আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক পেয়েছেন। পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এস এম আব্দুল হক তালা, মো. মুনজুর আক্তার চশমা, মো. শরিফুল ইসলাম টিয়াপাখি, সন্দীপ কুমার ঘোষ টিউবওয়েল, আমেনা বেগম হাঁস, কাজী মোছা: জলি আক্তার কলস, মাহবুবা ফেরদৌস পাপিয়া বৈদ্যুতিক পাখা, মোছা: জেসমিন প্রজাপতি, মোছা: মাজেদা খাতুন পদ্মফুল, সুরাইয়া আক্তার ফুটবল প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

প্রতীক বরাদ্ধ পাওয়ার পর দুই উপজেলা ব্যাপি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা প্রচারণা, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য আগামি ৮ মে কেশবপুর ও মনিরামপুর উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এসএমএ/এএস/এপ্রিল ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test