E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য 'ইস্তিসকার' নামাজে কাঁদলেন মুসল্লীরা

২০২৪ এপ্রিল ২৪ ১৪:১৩:৩১
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য 'ইস্তিসকার' নামাজে কাঁদলেন মুসল্লীরা

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : অসহনীয় গরম থেকে বাচঁতে কুষ্টিয়ায় বৃষ্টির জন্য 'ইস্তিসকার' নামাজে কাঁদলেন মুসল্লীরা।

বুধবার (২৪ শে এপ্রিল) সকাল ১০ টায় কুষ্টিয়া শহরে সরকারি কলেজ মাঠে এই নামাজে কয়েক শ’ মুসল্লী অংশ নেন। নামাজ শেষে বিশেষ দোওয়াতে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছেন মুসল্লিরা। নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন।

এদিকে দ্বিতীয় দিনের মত আজ বুধবারও সকাল ১০টায় কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে খড়িলার বিলে খোলা মাঠে 'ইস্তিসকার' নামাজে বৃষ্টির জন্য দোওয়া করেন স্থানীয় মুসল্লীরা রসুলপুর মাদ্রাসার হেফজ্বখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন।

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগেরর কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আজ সকালে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বিকেল ৩ টার দিকে তাপমাত্রা বেড়ে ৩৯ থেকে ৪০ ডিগ্রী হতে পারে। তিনি বলেন, পূর্বাভাসে আজ অথবা কাল বৃষ্টি হতে পারে।

(এমএজে/এএস/এপ্রিল ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test